খাগড়াছড়িতে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচারের কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আদর্শগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মাটিরাঙার আদর্শগ্রাম এলাকার মৃত চান মিয়ার ছেলে।
উপজেলা বিএনপির সভাপতি ও মাটিরাঙা পৌরসভার মেয়র পদপ্রার্থী বাদশা মিয়া অভিযোগ করেন, নজরুল আজ রাতে তাঁর নির্বাচনী প্রচারের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন নজরুলকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে আদর্শগ্রাম এলাকায় দুর্বৃত্তরা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, নিহত ব্যক্তির মাথায় ও মুখে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।