মানিকছড়িতে অস্ত্রসহ দুই ‘ইউপিডিএফ কর্মী’ আটক
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়।
তাঁরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার রিপ্রুর মারমা (৩০) ও রামগড় থানার উক্রাজাই মারমা (৩৮)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাঁরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সক্রিয় কর্মী। তাঁদের মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজ বুধবার সকালে এনটিভি অনলাইনকে জানান, রাত সাড়ে ৮টার দিকে রামগড় থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করেন মানিকছড়ি সাব-জোনের টহলরত সেনাসদস্যরা।
এ সময় অটোরিকশায় থাকা দুই যুবকের দেহ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল ও আটটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটকদের সেনাক্যাম্পে নিয়ে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ চালানো হয়।
ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে যুবকরা জানান, রামগড় থেকে তাঁরা লক্ষ্মীছড়ি যাচ্ছিলেন।