চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেনের কামরায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এতে ট্রেনের একটি কামরার দুটি সিট সম্পূর্ণ পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় স্টেশনে কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন দুই পথচারী।
ষোলশহর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাব উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, শাটল ট্রেনটির পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে ট্রেনের একটি কামরায় আগুন দেয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দুই পথচারী আহত হন বলে জানান সহকারী স্টেশনমাস্টার ফরহাদুজ্জামান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণে আহত সুমন (২০) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।