বিএনপির প্রার্থীর ওপর আ. লীগের হামলা, বিরামপুরে রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের লোকজন বিরামপুর পৌরসভায় তাঁর দলের মেয়র পদপ্রার্থীর ওপর হামলা করেছে।
আজ বুধবার বেলা ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
এদিন মেয়র পদপ্রার্থী আজাদুল ইসলাম আজাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি।
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যালয়গুলো বর্তমানে আওয়ামী লীগের দলীয় শাখা কার্যালয়ে পরিণত হয়েছে। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। নির্বাচনের আগেই ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে। জোর করে স্থানীয় সরকারও দখল করা হচ্ছে।’
বিএনপি নেতা আরো বলেন, ‘সরকারদলীয় লোকজন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নিচ্ছে এবং প্রত্যাহারের কাগজে সই করছে আওয়ামী লীগ নেতারা।’ বিরামপুর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী আজাদুল ইসলাম আজাদের ওপর হামলার নিন্দা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এর আগে রুহুল কবীর রিজভী বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং আজাদুল ইসলামের পক্ষে গণসংযোগ করেন।
নির্বাচনী প্রচার চালানোর সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আজাদ হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে কুড়াল দিয়ে মাথায় ও বাঁ হাতে কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।