খাগড়াছড়িতে পিকআপ উল্টে চালক, সহকারী নিহত
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ার মিশনটিলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে পিকআপ উল্টে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পিকআপের চালক নাসির উদ্দিন (৩৭) ও তাঁর সহকারী ছগির আহমেদ (২৮)।
পুলিশ জানিয়েছে, পিকআপটি চট্টগ্রাম যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে ব্রেক ফেল করে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন দুজন। তাঁরা হলেন গাড়ির চালক নাসির উদ্দিনের মা ও স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহত দুজনের নাম জানা যায়নি।