দিনাজপুরে স্কুলে ভর্তি পরীক্ষার নিয়ম বদলের দাবি
দিনাজপুর জিলা ও গার্লস স্কুলে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার নিয়ম পরিবর্তন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর প্রেসক্লাবে কয়েকশ’ অভিভাবক এতে অংশ নেন।
অভিভাবক কামারুজ্জামান ও নিরঞ্জন কুমার রায় জানান, কয়েক বছর ধরে জিলা ও সরকারি গার্লস স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সব ছাত্রছাত্রীকে একত্রে মেধা যাচাই করে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এ বছর নতুন নিয়ম করে সকালের বিভাগ ও দুপুরের বিভাগের জন্য আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আর এই নিয়ম আমাদের আগে থেকে না জানার কারণে তৃতীয় শ্রেণিতে ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রভাতি শাখায় এক হাজার ৫০০ আবেদনকারীর মধ্যে থেকে ১২০ জন সুযোগ পাবে। আর দিবা শাখায় আবেদন করেছে ৩০০ শিক্ষার্থী, সেখান থেকেও ১২০ শিক্ষার্থী সুযোগ পাবে।
আগামী ২৬ ডিসেম্বর দিনাজপুর জিলা স্কুল ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।