ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরবের হাজী আসমত কলেজ মাঠের শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, শামীম ভৈরব থানার একটি নাশকতা মামলার পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে শামীমকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ভৈরব পৌর বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীন মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণায় নেতাশূন্য করে, আমাকে পরাজিত করতে পুলিশ প্রশাসন ক্ষমতাসীনদের নীলনকশা বাস্তবায়ন করছে।’
এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশ একই ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে বলেও উল্লেখ করেন বিএনপির এ প্রার্থী।
এ বিষয়ে ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হাজি আসমত কলেজ ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. মুজিবুর রহমান অভিযোগ করেন, ‘আজ দুপুরে পুলিশ আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে।’ তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনী প্রচারে কীভাবে অংশ নেব। পুলিশের হয়রানির ভয়ে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, কর্মস্থল কোথাও আমরা ঠাঁই নিতেই পারছি না।’