খাগড়াছড়িতে দুই কাউন্সিলর পদপ্রার্থীকে অর্থদণ্ড
খাগড়াছড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর পদপ্রার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সন্ধ্যায় আদালত সড়ক এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী (পাঞ্জাবি প্রতীক) মো. ইউছুফ মিয়া সমর্থকদের নিয়ে শো-ডাউন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে দুপুরে একই ধরনের অভিযোগে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী (পাঞ্জাবি প্রতীক) মো. আব্দুল মজিদকেও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।