নিরাপত্তা চেয়েছেন খাগড়াছড়ির সাংবাদিকরা
পৌরসভা নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে নিরাপত্তা চেয়েছেন খাগড়াছড়ির সাংবাদিকরা।
শনিবার সকালে ভয়-ভীতি, হুমকি প্রদানের কথা উল্লেখ করে পুলিশ সুপারকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকরা বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ করে থানায় জিডি করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এ ধরনের অনেক নজির রয়েছে।
জবাবে পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই দেখা হবে।
সন্ত্রাস-অপরাধ দমনে সাংবাদিকরা যেভাবে তথ্য দেন, পুলিশের পাশাপাশি তাঁদের সহায়ক শক্তি হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আশ্বস্ত করে পুলিশ সুপার এটা তাঁর দায়িত্ব বলে মন্তব্য করেন।
পুলিশ সুপার নির্বাচনের দিন কেউ যাতে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড না করতে পারে, সে জন্য তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ১১ বছরে পদার্পণ উপলক্ষে আজ শনিবার সকালে খাগড়াছড়িতে আয়োজিত অনুষ্ঠান শেষে পুলিশ সুপার সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান তাঁর সঙ্গে ছিলেন।