নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে : মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির দুই পৌরসভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
শনিবার দিনব্যাপী খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু ও মাটিরাঙ্গা পৌরসভায় বাদশা মিয়ার সমর্থনে গণসংযোগকালে একাধিক পথসভায় এ দাবি জানান তিনি।
রুহুল আলম চৌধুরী বলেন, সারা দেশের মতো খাগড়াছড়িতেও ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখেছি। কিন্তু জনগণের এ রায় ছিনতাই হতে পারে। তার জন্য ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি দাউদ-উল-ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী ও সম্পাদিকা কোহেলি দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দীপ্ত ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।