এরশাদের কথায় মানুষ আতঙ্কে : আলাল
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ যে কথাটা বলেছেন, সকাল ৯টার মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে, এই কথাতেই তো সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে।’
আজ রোববার বিকেলে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী জি কে গউছের নির্বাচনী মতবিনিময় সভায় মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল আরো বলেন, ‘আশা করব সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবে। সেই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তার দায়দায়িত্ব এ সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।’
নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের অবস্থা তুলে ধরে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হবিগঞ্জে অত্যন্ত জনপ্রিয় নেতা জি কে গউছ। সেই জি কে গউছের জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে সরকার একের পর এক ধরপাকড় চালাচ্ছে। বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদের ধরছে। নিজেরা নিজেরা মারামারি করে সে মামলায়ও বিএনপির নেতাদের অভিযুক্ত করে তাদের একদিকে গ্রেপ্তার করছে, আরেকদিকে তাদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে পরিবারকে আতঙ্কিত করছে। প্রশাসনকে বলব, আপনারা নিরপেক্ষ হন, এখানে অতি উৎসাহী যদি কোনো পুলিশ কর্মকর্তা থেকে থাকেন, তাঁকে আমি বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই, আপনিও বাংলাদেশের সন্তান এবং আপনার মনে রাখতে হবে এ সরকারই শেষ সরকার নয়।’
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘মানুষকে ২০১৪ সালের ৫ জানুয়ারি যেভাবে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবারও যেন সেটা বঞ্চিত করা না হয়, এ শুভবুদ্ধি যেন নির্বাচন কমিশন ও সরকারের মাথায় উদিত হয়— এটা আমরা প্রত্যাশা করি।’
সভায় আরো বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিএনপির সহসভানেত্রী ফয়জুন্নাহার লীনাসহ স্থানীয় নেতারা।