প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাপাতলী বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত আলী (৩২) দিনাজপুর জেলার সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুড় গ্রামের আব্দুল লতিফের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আজ বিকেলে শওকত মোটরসাইকেলে করে রংপুর থেকে দিনাজপুর যাচ্ছিলেন। দিনাজপুর-রংপুর মহাসড়কের কাছে পৌঁছার পর একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শওকতের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।