খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির অভিযোগ
‘পোলিং এজেন্ট না হওয়ার জন্য ও বিএনপি সমর্থিত ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা। প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলের জন্য বহিরাগতদের এনে জড়ো করা হচ্ছে।’
আজ দুপুরে খাগড়াছড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এ অভিযোগ উত্থাপন করেন। জেলা বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভুঁইয়া জানান, মাটিরাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক এবং খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের লোকজন এ হুমকি দিচ্ছে। জীবন বাঁচাতে অনেক পোলিং এজেন্ট নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে।
ওয়াদুদ ভুঁইয়া খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাওছারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, 'মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ওই প্রার্থীর (স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম) পছন্দের কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। তা ছাড়া স্বতন্ত্র ওই প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে তাঁর বরাবর দেওয়া কোনো অভিযোগই তিনি (এ টি এম কাওছার) আমলে নেননি।
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মালেক মিন্টু, জেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।