ভোট কেনার দায়ে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নূর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোটারদের মধ্যে টাকা বিতরণ করে ভোট কেনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই জরিমানা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নূর আলম আজ মঙ্গলবার সকালে তাঁর ওয়ার্ডে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। টাকা বিলির দৃশ্যটি ভিডিও করে এক ব্যক্তি তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
ইউএনও নুরুল হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউন্সিলর পদপ্রার্থী নূর আলমকে পৌরসভা নির্বাচন ২০১৫-এর আচরণবিধির ১৭(ক) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।