দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে বড়গ্রাম সীমান্তঘেঁষা ভারতীয় ভূখণ্ডে তাঁকে গুলি করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, গুলিতে ঘটনাস্থলেই নুরুজ্জামানের মৃত্যু হয়। তাঁর লাশ বিএসএফ নিয়ে গেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা জানান, নিহত যুবক বড়গ্রাম এলাকার বাসিন্দা।
নিহত নুরুজ্জামানের বাবা শহীদুর রহমান জানান, তাঁর ছেলে ভারতে গিয়েছিলেন গরু কিনতে।