সাজেকে পর্যটকবাহী মাইক্রোতে আগুন দিল দুর্বৃত্তরা
রাঙামাটির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাচালঙের আট নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার দুপুরে গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এতে ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন ও তাঁর পরিবার।
মাইক্রোবাসটি মাচালঙের ৮ নম্বর এলাকায় পৌঁছালে রাস্তার দুইপাশে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এর গতিরোধ করে। এ সময় তারা সব পর্যটককে নামিয়ে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে বলে জানান ওসি।