অপহরণের ৫ দিন পর মিলল শিশুর লাশ
দিনাজপুর সদর উপজেলার উপশহর এলাকায় অপহরণের পাঁচদিন পর সাত বছরের শিশু মিমির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকালে উপশহর এলাকায় একটি মাঠের মধ্যে শিশু মিমির মরদেহ দেখতে পেয়ে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শিশু মিমি উপশহর এলাকার গ্রিল ব্যবসায়ী মো. মাহবুবের মেয়ে। সে এলাকার নাজমা ইসলামী কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।
গত রোববার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অপহৃত হয় মিমি। এরপর অপহরণকারীরা তার বাবার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত সোমবার মিমির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে। কিন্তু মিমিকে উদ্ধার করতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।