চুয়াডাঙ্গায় গরুচোর বলে ৬ জনকে গণপিটুনি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গরুচোর সন্দেহে এলাকাবাসী ছয়জনকে ধরে পিটুনি দিয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার ভদুয়া গ্রামের যমুনা মাঠে ওই ঘটনা ঘটে।
পুলিশ আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এদিকে গণপিটুনির শিকার ছয়জনই নিজেদের গরু ব্যবসায়ী বলে দাবি করেছেন। তাঁদের কাছে থাকা পাঁচ লাখ ৯০ হাজার ৭০০ টাকা ও ছয়টি মোবাইল ফোন হামলাকারীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন।
আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের আবুল কালাম, মোহাম্মদ সাহেব, আবদুল গাফফর, মো. ইনতাজুল ইসলাম এবং উজিরপুর গ্রামের খাকছার মণ্ডল ও চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শামীম।
আহত ইনতাজুল ইসলাম জানান, মিনিট্রাকে (ঢাকা মেট্রো ন ১৮-৫০২৩) করে তাঁরা পাঁচ ব্যবসায়ী জয়পুরহাটে গরু কিনতে যাচ্ছিলেন। একজন ছিলেন গাড়ির চালক। ভোররাতে আলমডাঙ্গার ভদুয়া গ্রামের যমুনা মাঠে তাদের গাড়ি এলে গ্রামের লোকজন মিনিট্রাক থামায়। তাঁরা নিজেদের গরু ব্যবসায়ী পরিচয় দেওয়ার পরও তাঁদের এলোপাতাড়ি পিটিয়ে সঙ্গে থাকা পাঁচ লাখ ৯০ হাজার ৭০০ টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত আরা জানান, আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর শামীম ও গাফফারকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, গরু চুরির ঘটনায় ভদুয়া গ্রামের আমজাদ হোসেন বাদী হয়ে ওই ছয়জনসহ আটজনকে আসামি করে গরু চুরির অভিযোগে মামলা করেছেন। চুরি করা দুটি গরু উদ্ধার করে মালিক আমজাদ ও রেজাউলকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাড়ির গদির নিচে পাওয়া এক লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।