চাঁপাইনবাবগঞ্জে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার জেলার নাচোল উপজেলার নেজামপুর স্টেশনপাড়া থেকে মো. মাসুম (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নেজামপুর স্টেশনপাড়ায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজ সকাল ১০টার দিকে স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে। মাসুম দীর্ঘদিন আত্মগোপন শেষে শুক্রবার বাড়ি ফিরেছিলেন।
ওসি জানান, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসের অভিযোগে মাসুমের বিরুদ্ধে নাচোল ও গোমস্তাপুর থানায় তিনটি মামলা রয়েছে। তিনি জেএমবির সক্রিয় সদস্য।