জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম করা যায় না : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম করা যায় না। যারা করতে চায় তারা কোরআন ও ইসলামের অপব্যাখ্যা করে।’
আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, জঙ্গিবাদ, গুপ্তহত্যা আর পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায় না।
স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে আ ক ম মোজাম্মেল হক আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা করে মাসিক ভাতা, উৎসব বোনাস ও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় বহন করাসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের ঘোষণা দেন।
এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।