‘নেতা-কর্মীরা ক্লান্ত’ তাই আ.লীগ কার্যালয়ে তালা
পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের জের ধরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দলের জেলা সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে।
এদিকে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ‘দলের নেতা-কর্মীরা ক্লান্ত। তাই অফিস বন্ধ।’ এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার দলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দলের নেতা কর্মীরা।
কর্মসূচি পালনের সময় নেতা-কর্মীরা কার্যালয়ের তালা খুলে দেওয়ার জন্য একদিনের আলটিমেটাম দেন। অবস্থান কর্মসূচি পালনের সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাড়িবহরটি দলীয় কার্যালয় অতিক্রম করে। মন্ত্রী একটি পূর্বনির্ধারিক সভায় অংশ নিতে খাগড়াছড়ি আসেন।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফি, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। কার্যালয়ে তালা লাগানোর জন্য তাঁরা দলের জেলা সভাপতিকে দায়ী করেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের জেলা সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়। তিনি তালা লাগানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘গত এক মাসে নির্বাচন নিয়ে দলের নেতা-কর্মীরা ক্লান্ত। তাই অফিস বন্ধ।’ তিনি আরো বলেন, ‘এরা কারা, যারা ১৬ ডিসেম্বরের কর্মসূচি পর্যন্ত পালন করেনি, দলীয় প্রার্থীর পক্ষেও ছিল না।’