চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের হোসেনডাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পাঁচদিনের এই চিকিৎসাক্যাম্পে রোগীদের শারীরিক চিকিৎসা, অস্ত্রোপচারসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নসহ আশপাশের এলাকার দেড় হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। চিকিৎসাক্যাম্পে ৫০ শয্যার একটি ওয়ার্ডও স্থাপন করা হয়েছে।
সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল হকের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক, চক্ষু ও সার্জিক্যাল চিকিৎসকসহ সেনাবাহিনীর ২০০ জনের একটি দল এই চিকিৎসাসেবা দিচ্ছেন। আগামী ৬ জানুয়ারি এই চিকিৎসাক্যাম্প শেষ হবে। এতে এলাকার ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।