অটোরিকশাকে ধাক্কা, ট্রাক থামাতে গিয়ে কৃষক নিহত
রংপুরের সদর উপজেলায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে একজন যাত্রী নিহত ও তিনজন আহত হন। ট্রাকটিকে থামানোর চেষ্টা করলে চালক এক কৃষককে চাপা দিয়ে পালিয়ে যায়।
আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার দমদমা ব্রিজের কাছে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার রবিন (৩৫) ও রংপুরের সদর উপজেলার ধর্মদাস সরদারপাড়া গ্রামের শাহজাদা মিয়ার ছেলে কৃষক আবদুল মতিন (৩০)।
স্থানীয় লোকজন জানান, সকাল ৯টার দিকে রংপুর থেকে পণ্যবাহী একটি ট্রাক মিঠাপুকুরে যাওয়ার সময় দমদমা ব্রিজের কাছে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রবিনের মৃত্যু হয়। আহত হন তিনজন। এ ঘটনা দেখে কৃষক আবদুল মতিন রাস্তার ওপর দাঁড়িয়ে ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। ট্রাকচালক তাঁকে চাপা দিয়েই পালিয়ে যায় বলে জানিয়েছেন শাহজাদা মিয়া। একই তথ্য জানান স্থানীয় কয়েকজন বাসিন্দা।
আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে রংপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ট্রাকচালক একটি দুর্ঘটনা ঘটানোর পর কৃষক আবদুল মতিনকে চাপা দিয়ে পালিয়ে যান। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।