গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ও কাশিয়ানী উপজেলার চাপ্তায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যবসায়ী হেলাল মোল্লা (৩৮) মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন। গোবরায় পৌঁছালে একটি যাত্রীবাহী লোকাল বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে গেলে মারাত্মক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর চাপ্তা এলাকায় একটি দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে শিশু হাসি খানম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরো চারজন আহত হন।