আল্লাহর রহমত রয়েছে আমাদের ওপর : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর রহমতে আসন্ন বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
ইজতেমার শীর্ষ মুরব্বিদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ বেলা ১১টার দিকে ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন। তিনি ইজতেমার মাঠ ঘুরে দেখেন এবং তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে ইজতেমার প্রস্তুতি নিয়ে কথা বলেন।
আগামী শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষে কয়েক স্তর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে ইজতেমা এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও ইজতেমার শীর্ষ মুরব্বিদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আজ দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি ইজতেমার মাঠ ঘুরে দেখেন এবং তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে ইজতেমার প্রস্তুতি নিয়ে কথা বলেন।
এর আগে ইজতেমা উপলক্ষে গঠিত পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। অনেক ষড়যন্ত্রের পরও এ দেশের মানুষ নাশকতাকে ঘৃণা করছে। এ জন্য নাশকতা এবং জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেখেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি, আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, সবাই তৎপর আছে। এবং সর্বোপরি এলাকাবাসী। আমি সব সময় বলি, আমাদের দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। আমি সব সময় বলি, আমাদের দেশের মানুষ এই জঙ্গিদের প্রশ্রয় দেয় না। সে জন্যই আমি অত্যন্ত আশাবাদী এবং আমি নির্ভরতার সঙ্গে আপনাদের জানাচ্ছি, অবশ্যই আমরা এটা সুন্দরভাবে, সফল হবে। সর্বোপরি আল্লাহতায়ালার রহমত রয়েছে আমাদের ওপর।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইজতেমার মুরব্বিরা উপস্থিত ছিলেন।
এবার ৫০তম বিশ্ব ইজতেমা হচ্ছে। ৮ থেকে ১০ জানুয়ারি হবে প্রথম পর্ব। ১৫ থেকে ১৭ জানুয়ারি হবে দ্বিতীয় পর্ব। এই দুই পর্বে দেশের ৩২ জেলার তাবলিগ জামাতের সাথি ও মুসল্লিরা অংশ নেবেন। বাকি ৩২ জেলার লোকজন আগামী ইজতেমায় অংশ নেবেন।
ইজতেমা ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদেশি প্রায় চার হাজার মুসল্লিসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।