কিবরিয়া হত্যা : বিস্ফোরক মামলার অভিযোগপত্র গ্রহণ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এ অভিযোগপত্র আমলে নেন। এতে ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বিচারক একই সঙ্গে এ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী তারিখ ২৯ ফেব্রুয়ারি রাখা হয়েছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকবর হোসেন জিতু।
সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জি কে গউছকে হাজির করা হয়নি। এ ছাড়া জামিনে থাকা আট আসামি আদালতে হাজিরা দেন। এ মামলায় ১০ আসামি পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।