চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাসচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। আজ বুধবার সকালে উপজেলার রহনপুর খয়রাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রব (৪০) গোমস্তাপুর উপজেলার চৌডলা বীমপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি একই দিক থেকে আসা একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক আবদুর রবসহ ভ্যানযাত্রী একই গ্রামের জেম, গোলাম আজম, জুলহজ ও রিজিয়া বেগম আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবদুর রবকে মৃত ঘোষণা করেন।