চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানের উদ্বোধন
চুয়াডাঙ্গায় মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারের উদ্বোধন করা হয়েছে। ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’- স্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সায়মা ইউনুস এ কর্মসূচির উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের প্রভাব বেশি। আমরা মাদকের ব্যাপারে কোনো আপস করব না। সন্তানদের মাদকের প্রভাব থেকে রক্ষা করতে হবে। আশপাশের পরিবেশ সুন্দর করে রক্ষা করতে হবে। এ বিষয়ে সবাইকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।