সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্টেদের দ্বন্দ্বের কারণে আজ বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে সোনামসজিদ বন্দরের বিপরীতে ভারতের মোহদীপুরে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
বন্দর সূত্র জানিয়েছে, সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তার হাতে সিঅ্যান্ডএফ এজেন্টদের হয়রানি ও অসদাচরণের প্রতিবাদে সকাল থেকেই সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি শুরু করেন। ফলে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর ও কাস্টমস সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের মোহদীপুর স্থলবন্দরে ফল-পেঁয়াজসহ বিভিন্ন প্রকার পণ্যবাহী এক হাজারেরও বেশি ট্রাক আটকা পড়েছে। কোনো ট্রাক ভারত অভিমুখে ছেড়েও যায়নি। বন্দরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনের লক্ষ্যে বিকেলে কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠকে বসেছেন।