দিনাজপুরে শিশু মিমির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দিনাজপুরে শিশু মিমির খুনিদের ফাঁসির দাবিতে আজ বুধবার সকালে শহরের ডায়াবেটিক মোড়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেয়। এ সময় বক্তব্য দেন শিশু মিমির বাবা মো. মাহবুব হোসেন, দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈয়ব আলী দুলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন শারমিন বিউটি প্রমুখ।
মিমির বাবা জানান, আসামিদের আটকের পর থেকে তাঁর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।
গত ২৭ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার উপশহর এলাকায় বাড়ির পাশে খেলাধুলা করার সময় অপহৃত হয় শিশু মিমি। এরপর অপহরণকারীরা তার বাবার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরের দিন মিমির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে। কিন্তু মিমিকে উদ্ধার করতে পারেনি। ১ জানুয়ারি উপশহর এলাকায় একটি মাঠের মধ্যে মিমির গলা কাটা লাশ পাওয়া যায়।