দিনাজপুরে বেইলি সেতু ভেঙে দুই ট্রাক নদীতে
দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমবাড়ী বেইলি সেতু ভেঙে দুটি মালবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে দুই ট্রাকের দুজন চালক ও চালকের সহকারী আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ১১টার কিছু সময় পর এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানিয়েছেন, দিনাজপুর থেকে ঢাকাগামী দুটি ট্রাক রাত ১১টায় পার্বতীপুরের আমবাড়ী বেইলি সেতু দিয়ে পারাপারের সময় সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়।
ওসি মাহবুবুল আলম আরো জানান, বেইলি সেতুর একটি অংশ ভেঙে পড়লেও অপর একটি অংশ ভালো থাকায় কোনোমতে চলাচল ব্যবস্থা সচল আছে।
দুর্ঘটনার পর দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে সেতুটি ঠিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন উপসহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম ইসলাম মোল্লা।