খাগড়াছড়ি কলেজে মাস্টার্স কোর্স চালু, আনন্দ মিছিল
খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজের ফটক থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য মাস্টার্স কোর্স চালু করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানান তাঁরা।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি কলেজে ২০০৯ সালে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালে ইতিহাস বিভাগে এবং গত ৫ জানুয়ারি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালু হয়েছে।