লক্ষ্মীপুরে ডাকাতি,আহত ২
লক্ষ্মীপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় ডাকাতরা দুজনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে আহত করেছে।
আহতরা হলেন বাড়ির মালিক আবুল কালাম ও তাঁর ছেলে ফরহাদ হোসেন। তাঁদের রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সকালে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় শাহাজান মাস্টার জানান, সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামের আবুল কালামের বাড়িতে গতকাল রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জনের মুখোশ পরা একদল ডাকাত দরজা ভেঙে আবুল কালামের ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা টাকা ও আট ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় বাধা দিলে ডাকাতরা আবুল কালাম ও তাঁর ছেলে ফরহাদকে কুপিয়ে ও পায়ের রগ কেটে আহত করে। পরে স্থানীয় লোকজন রাতে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, আবুল কালাম ও ফরহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র রূপম জানান, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, বাড়ির মালিক আবুল কালাম ও তাঁর ছেলেকে হত্যা করার জন্য ডাকাতরা কুপিয়েছে ও পায়ের রগ কেটে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।