লক্ষ্মীপুরে মাদকসহ যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে জাকির হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের চর চামিতা এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই যুবকের কাছ থেকে ১৩০ বোতল ফেনসিডিল, ছয় কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয় বলে দাবি ডিবি পুলিশের।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে মদ, গাঁজা ও ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়।
পরে আজ শনিবার সকালে মাদক আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। জাকির এখনো ডিবি হেফাজতে আছেন বলেও জানান এএসআই রেজাউল।