পাহাড়ে ক্রীড়ার উন্নয়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রামে ক্রীড়ার মান উন্নয়নে বর্তমানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
আজ শনিবার বিকেলে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী স্টেডিয়ামে রাঙামাটি রিজিয়ন কাপ বিজয় দিবস টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
সন্তু লারমা বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। কিন্তু শান্তিচুক্তি বাস্তবায়নের হতাশাকে ক্রীড়াঙ্গনে পড়তে দেওয়া যায় না। চুক্তি বাস্তবায়নের সঙ্গে ক্রীড়াকে জড়িয়ে ফেলা বোধ হয় ঠিক হবে না। ক্রীড়া মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। পার্বত্য চট্টগ্রামে ক্রীড়ার মান উন্নয়নে বর্তমানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, জেলা প্রশাসক মো. সামসুল আরেফীনসহ জেলা ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত বিশিষ্টজনরা।
মহান বিজয় দিবস উপলক্ষে ‘খেলাধুলা হোক নির্মল আনন্দের মাধ্যম’ এই স্লোগানকে সামনে রেখে গত ২২ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি রিজিয়ন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। খেলায় ২০টি দল অংশ নেয়।
আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ ও প্রতিভা ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ।