চুনারুঘাটে ইকোনমিক জোন করার দাবিতে মানববন্ধন
হবিগঞ্জের চুনারুঘাটে ইকোনমিক জোন প্রতিষ্ঠা নিয়ে চা-শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উপজেলাবাসী। চা-শ্রমিকরা যেখানে ইকোনমিক জোন প্রতিহত করার জন্য আন্দোলন করে যাচ্ছে, সেখানে উপজেলাবাসীর ব্যানারে আজ উপজেলা সদরে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতারাও যোগ দেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মহরম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রস্তাবিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তাঁরা বলেন, পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কটি স্থানান্তর করায় চুনারুঘাট উপজেলা এক হাজার বছর পিছিয়ে গেছে। ইকোনমিক জোন হলে পিছিয়ে পড়া চুনারুঘাট আবারও জেগে উঠবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মীর সিরাজ আলী, শিক্ষক আরজু মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, চুনারুঘাটের চান্দপুর চা-বাগানের অদূরে সমতল ভূমিতে সরকার ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। কিন্তু চা-শ্রমিকরা ওই ভূমিতে ইকোনমিক জোন না করার দাবিতে মাসখানেক ধরে আন্দোলন করছেন। এ নিয়ে চুনারুঘাট উপজেলাবাসী ও চা-শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।