নাশকতার জবাব পৌর নির্বাচনে পেয়েছে বিএনপি : স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী জ্বালাও-পোড়াও করার জবাব পৌরসভা নির্বাচনে পরাজয়ের মাধ্যমে পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, পৌরসভা নির্বাচনের মতো ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও দেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে।
আজ রোববার রাজধানীর মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়। তাই মানুষের উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নবীন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ক্লাস শুরু করার আগে নেওয়া শপথ রক্ষা করলে দক্ষ ও ভালো মানের চিকিৎসক হওয়া কঠিন হবে না। অভিভাবকদের ত্যাগের কথাও মনে রাখলে ভবিষ্যতে সুচিকিৎসক হওয়া সম্ভব। ধূমপানসহ যেকোনো ধরনের মাদক থেকে দূরে থাকতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসিম জানান, আগামী বছর থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তির ক্ষেত্রে ধূমপান করে না এই মর্মে প্রত্যয়নপত্র জমা দেওয়ার আইন প্রণয়ন করা হবে। তিনি এ সময় কর্মরত চিকিৎসক ও শিক্ষকদের ধূমপান থেকে দূরে থাকার আহ্বান জানান।
দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিতে এমবিবিএস কোর্স শেষ করার পর গ্রামে গিয়ে কমপক্ষে তিন বছর অবস্থান করার মানসিকতা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সানিয়া তাহমিনা ও কলেজের উপাধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিন।