সাড়ে ৯ কেজি গান পাউডারসহ আ.লীগ নেতা আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে সাড়ে নয় কেজি গান পাউডারসহ আটক করেছে র্যাব। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়। তাঁদের দুজনের কাছে গান পাউডার ছাড়াও ছয়টি গুলি, একটি ম্যাগাজিন ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার অলোক বিশ্বাস জানান, ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গৌণটোলা এলাকায় বিস্ফোরক ও জাল টাকার কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় গুপ্তমানিক গৌণটোলা গ্রামের আবু বক্কর (৩৩) ও তাঁর সহযোগী একই গ্রামের আবু হানজালাকে (২৫) গান পাউডার, গুলি ও ম্যাগাজিনসহ হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, আবু বক্কর ও হানজালা বিস্ফোরকদ্রব্য সরবরাহের সঙ্গে জড়িত।
এদিকে আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আবু বক্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।