দুস্থদের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়িতে আজ মঙ্গলবার কয়েক শ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী।
এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা গত ২১ ডিসেম্বর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত আট হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। সেই সঙ্গে ওষুধসামগ্রী এবং প্রায় দেড় হাজার শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেছে।
সেনাবাহিনীর খাগড়াছড়ির সদর জোনের পক্ষ থেকে আজ দুপুরে কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মো. আতিকুর রহমান দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। এ সময় লেফটেন্যান্ট জোবায়ের ও স্কুলের প্রধান শিক্ষক বিকো চাকমা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে কমপক্ষে ১৫০ গরিব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং একজন অভিভাবকের হাতে শিক্ষাবৃত্তির টাকা তুলে দেওয়া হয়।
এদিকে শীতকালীন প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীর ১৭ পদাধিক ডিভিশনের কয়েকটি টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এর মধ্যে ওই ডিভিশনের ৫১ ফিল্ড মেডিকেল টিম গত ২১ ডিসেম্বর উপজেলার দিনারপুর পাহাড়ি অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের লোগাঁও একটি পাহাড়ের পাশে ক্যাম্প করেছে। তখন থেকে তারা সেখানে স্থানীয় লোকজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে এবং বিনামূল্যে ওষুধপত্র দিচ্ছে।
সেনাবাহিনীর সদস্যরা জানান, আজ মঙ্গলবার পর্যন্ত তাঁরা উপজেলার প্রায় আট হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন এবং বিনামূল্যে ওষুধসামগ্রী বিতরণ করেছেন। সেই সঙ্গে প্রায় এক হাজার ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ১৭ পদাধিক ডিভিশনের ৫১ ফিল্ড মেডিকেল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুজাউদ্দিন এসব সামগ্রী বিতরণ করেন।
আজ মঙ্গলবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মতিউর রহমান মুন্না। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজমল হোসেন, সাংবাদিক এম এ মুহিত।