বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী
বরগুনার বেতাগী পৌরসভায় দুই নম্বর ওয়ার্ডের পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এ বি এম গোলাম কবির।
আজ মঙ্গলবার ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ফলাফল অনুযায়ী এ বি এম গোলাম কবির পেয়েছেন দুই হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমায়ুন কবির পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট। বেতাগী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার জানিয়েছেন, আজকের ভোটগ্রহণের ফলে সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন নয়ন দাস এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীনুর বেগম।
এদিকে বরগুনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল আমিন তালুকদার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন জেসমিন আরা বেগম।
বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক প্রকৌশলী মো. আবদুল্লাহ জানান, বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ নম্বর ওয়ার্ডের গগন মেমোরিয়্যাল মাধ্যমিক বিদ্যালয়ের ভোট ছাড়াই মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন। তাই এখানে শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হচ্ছে।