সাংবাদিক মানিক সাহার মৃত্যুবাষিকী পালিত
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক সাহার ১২তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে। শুক্রবার খুলনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, মানিক সাহার পরিবার, মানিক সাহা স্মৃতি পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে।
সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়াম লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটি, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও পরিবারের সদস্যরা প্রেসক্লাব প্রাঙ্গণে মানিক সাহার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে প্রেসক্লাব চত্বরে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ আবু হাসানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহা, মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, আলহাজ আবু তৈয়ব, শাহ আলম, মাহবুবুল আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা প্রমুখ।
বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে মানিক সাহা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক স্মৃতিসৌধে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বালন করা হয়।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় সাংবাদিক মানিক চন্দ্র সাহা নিহত হন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের নামে দুটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে নয়জন চরমপন্থীর নামে অভিযোগপত্র দেয়। একটি মামলায় সব আসামি খালাস পেয়েছে। অপর মামলাটি এখনো বিচারাধীন।