গণতন্ত্রের শত্রুদের সঙ্গে সংলাপ হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী
আওয়ামী লীগ দল ভাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সেনা ছাউনিতে দলছুট নেতা নিয়ে গড়ে ওঠা বিএনপি তাদের ভুলের কারণেই ভাঙনের মুখে পড়ছে। এ জন্য কাউকে দোষারোপ করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও তিনি মন্তব্য করেন।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এসব মন্তব্য করেন।
এ সময় বিএনপির পক্ষ থেকে আলোচনার আহ্বান নাকচ করে দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যানবাহনে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করে, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে নিরীহ মানুষের ক্ষতি করে তারা জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু। আর গণতন্ত্রের শত্রুদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হতে পারে না। তিনি বলেন, আগামী ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধূমপায়ীরা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ম চালু করা হবে। জাতিকে মাদকমুক্ত করতে হলে এ নিয়মের বিকল্প নেই। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অ্যাডভোকেট বিমল কুমার দাস, অ্যাডভোকেট আব্দুর রহমান, আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরীসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামে ২৫০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।