অধ্যক্ষ আবদুল গনির মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল গনির ১৩তম মৃত্যুবার্ষিকী কাল বৃহস্পতিবার।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা প্রেসক্লাবে শিবানী নাগ স্মৃতিকেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা ও অধ্যক্ষ আবদুল গনি স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরহুম নুরুন্নবীর সহধর্মিণী মোছাম্মাৎ নূরজাহান নবী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শিবজিত নাগ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন।