প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ভ্যানের উদ্বোধন
প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দিতে আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ থেরাপি রিহ্যাবিলিটেশন ভ্যান উদ্বোধন করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সামনে ভ্যানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচির আওতায় এই ভ্যানের মাধ্যমে প্যারালাইসিস, বাত ব্যথা, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, কাউন্সিলিং সেবা বিনামূল্যে দেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় পর্যায়ক্রমে আগামী ৩০ দিন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই থেরাপি সেবা ক্যাম্পেইন কর্মসূচি চালু থাকবে।