‘পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’
‘পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী আর স্থানীয়দের আন্তরিক সহযোগিতাই এ প্রক্রিয়াকে ত্বরন্বিত করতে পারে’ বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল কামরুজ্জামান।
সোমবার দুপুরে জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্টকারীদের উসকানিতে সাড়া না দিয়ে জাতিগত ভেদাভেদ ভুলে এবং পরস্পরের প্রতি সহানুভুতিশীল হয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান প্রমুখ।
এর আগে লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে এলাকার ৩০ জন দরিদ্র চাষিকে ৩০ কেজি করে সার, ৫৫ জন শিক্ষার্থীকে বই, ১০টি বেঞ্চসহ শিক্ষা উপকরণ, ফুটবল, ভলিবল ও চিকিৎসার জন্য নগদ অনুদান বিতরণ করা হয়।