খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করেছেন সেনাসদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইন্দ্রমনি কার্বারীপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. রাকিব অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে কিছু সন্ত্রাসী ইন্দ্রমনি কার্বারীপাড়ায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে এমন সংবাদে সোমবার মধ্যরাতে গুইমারা রিজিয়নের আওতাধীন ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. রাকিবের নেতৃত্বে সেনাসদস্যরা পাহাড়ের ওপর একটি জুমঘরে অভিযান চালান। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও দুটি দেশীয় তৈরি পিস্তল, ছয়টি গুলি, ছয়টি চাঁদা আদায়ের রসিদ বই, একটি ছুরিসহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
পরে উদ্ধার করা অস্ত্র ও গুলি গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।