জুয়াড়িদের হামলায় চার পুলিশ আহত
খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় জুয়া খেলা বন্ধ করতে গিয়ে জুয়াড়িদের হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে । ভাংচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি।
পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান বলনে কমলছড়িমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আজ শতবর্ষপূর্তী উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যার পর জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সারোয়ার আলমের নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের উপর উল্টো লাঠি-সোটা নিয়ে চড়াও হয় জুয়াড়িরা।
এসময় জুয়াড়িদের হামলায় গুরুতর আহত হয় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সারোয়ার আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী পরিদর্শক রতন এবং কনস্টেবল আবুল কালামসহ চার পুলিশ সদস্য। জুয়াড়িরা পুলিশের একটি গাড়িও ভাংচুর করে।
তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারী কাজে বাধা দান, পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশকে আহত এবং গাড়ি ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।