ময়মনসিংহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৩
ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় ঠিকাদারি টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ভুট্টো ও সোহান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিরোজ সরকার শিমুল নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহত ও তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিতাস গ্যাসের টেন্ডারবাজির ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে হুমায়ুন কবীর ভুট্টো ও তাঁর ভাই নুরুল কবীরের সঙ্গে চাচাতো ভাই রনি ও সোহানের বাকবিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে হুমায়ুন কবীর ভুট্টো ও তাঁর ভাই নুরুল কবীর আলাদা দুটি পিস্তল দিয়ে কমপক্ষে আট রাউন্ড গুলি করেন। এ সময় ফিরোজ সরকার শিমুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং আয়াজ বিন মাহমুদ সোহান পায়ে ও হাতে গুলিবিদ্ধ হন। এলাকাবাসী দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর শিমুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিমুল নামের এক পথচারী নিহত হন। অপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ সময় আয়াজ বিন মাহমুদ সোহান (২৭) নামের একজন গুলিবিদ্ধ হন। পাল্টা হামলায় আহত হন ফাতেমা বেগম (৬৫) ও তাঁর মেয়ে রীনা বেগম (৩৫)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পর ওই এলাকায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।