বাকিতে ফ্ল্যাক্সিলোড না দেওয়ায় সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে বাকিতে মুঠোফোনে ফ্ল্যাক্সিলোড না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আজ বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি।
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গতকাল মঙ্গলবার রাতে হলদারপুর গ্রামের স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে বাকিতে মুঠোফোনে ফ্ল্যাক্সিলোড চান একই গ্রামের আল আমিন। বাকিতে ফ্ল্যাক্সিলোড না দেওয়ায় রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী রুবেল মিয়াকে মারধর করেন আল আমিন ও তাঁর লোকজন। এর জের ধরে আজ বুধবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে গ্রামটি পুরুষশূন্য দেখতে পেয়েছেন। তাই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধারে পুলিশ পদক্ষেপ নেবে।