সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ আবু হাসান, সদস্য সচিব মুন্সী মাহবুব আলম সোহাগ, মেট্রোপলিটিন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব চত্বরে শেখ বেলাল উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ আবু হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম হাবিব, কার্যনির্বাহী সদস্য মো. মোস্তফা সরোয়ার, হাসান আহমেদ মোল্লা, আলহাজ আবু তৈয়ব, সাংবাদিক বেলাল উদ্দীনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা প্রমুখ। এ সময় সাংবাদিক বেলালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতারা মরহুল শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত করেন।
২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে নিজের মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা বোমার বিস্ফোরণে বেলাল উদ্দিন আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনার পর স্থানীয় চরমপন্থীরা এই হত্যায় দায় স্বীকার করেছিল। পরে পুলিশ চরমপন্থী ও সাবেক শিবির নেতাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল। এ হত্যা মামলায় কয়েকজন চরমপন্থীর যাবজ্জীবন সাজা হয় এবং শিবির নেতারা বেকসুর খালাস পান।